জাল টাকার নোট চেনার সহজ উপায় জেনে নিন

 আজকে আমরা জাল টাকার  বিভিন্ন নোট  চেনার সহজ উপায় এবং মোবাইল দিয়ে জাল  টাকা কিভাবে চেনা যায় এবং জাল  টাকা চেনার লাইট ১০০টাকার জাল নোট চেনার উপায় ২০০ টাকা জাল টাকা চেনার উপায় ৫০০ টাকার জাল নোট চেনার উপায় ১০০০ টাকা জাল নোট চেনার উপায় নিয়ে হাজির হয়েছি ।


চলুন তাহলে জেনে নেওয়া যাক জাল টাকার বিভিন্ন নোট চেনার সহজ উপায় এবং মোবাইল দিয়ে জাল টাকা কিভাবে চেনা যায় জাল টাকা চেনার লাইট ১০০ টাকার  জাল নোট চেনার উপায় ২০০ টাকা জাল নোট চেনার উপায় ৫০০ টাকা জাল নোট চেনার উপায়।


ভূমিকা

টাকা হচ্ছে বিনিমায়ের একমাত্র মাধ্যম টাকা ছাড়া আমরা কোন কিছু ক্রয় কিংবা বিক্রয় করতে পারিনা ।টাকা হচ্ছে আমাদের দৈনিক জীবন যাপনের বন্ধু। টাকা এমন এক জিনিস যার বিনিময়ে সকল কিছু পাওয়া যায়। টাকার বিনিময়ে ভালো কাজ করা যায় এবং টাকার বিনিময়ে খারাপ কাজ  করা যায় ।যে টাকা না হলে আমাদের জীবনযাপন করা সম্ভবপর নয় সেই টাকা যদি আমাদের হাতে জাল টাকা চলে আসে তাহলে আমরা ভীষণ ক্ষতির সম্মুখীন হই ।তাই আমাদের  জাল টাকা  নোট  চেনার উপায় গুলো জেনে থাকা খুবই প্রয়োজন।


জাল টাকার  নোট চেনার সহজ উপায় জেনে নিন 

আসল নোটে বাংলাদেশ ব্যাংকের এবংবাঘের মাথার মনোগ্রামের স্পষ্ট জল ছাপ আছে যা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ।জাল নোটের জলছাপ নিম্নমানের এবং  অস্পষ্ট হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের লোগো সংগঠিত নিরাপত্তা সুতা থাকে প্রতিটি নোটের।এ নিরাপত্তা সুতাটি এমন শক্ত এবংমজবুত ভাবে দেওয়া থাকে যা নখের আচরে বা মুচড়িয়ে উঠানো সম্ভব নয়। নকল নোটে এ  সুতাটি এভাবে মজবুত এবং নিখুঁত করে দিতে পারেনা।১০০ থেকে ৫০০ টাকার নোটগুলোতে ছোট বৃত্তাকার ছাপ রয়েছে চার কোনের উপর যা হাত দিলে খস খস করে যেটা জাল নোটে সম্ভব নয়। জাল টাকার নোট কাগজের তৈরি হয়।বেশিরভাগ  জাল টাকার নোটগুলো নতুন হয়।জাল টাকার নোটগুলো বেশিদিন চকচকে থাকে না অতি সহজে নষ্ট হয়ে যায় যা পুরাতন হয়ে গেলে বুঝা যায়।জাল টাকা নোট হাতের মধ্যে নিয়ে হাতের মুষ্টি বন্ধ করে ছেড়ে দিলে উহা ভাজ হয়ে থেকে যায় এবং পানিতে ভিজালে অতি দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু আসল নোট ভাজ পরেনা এবং পানিতে ভেজালে কোনভাবে নষ্ট হবে না আবার রৌদ্রে শুকিয়ে নিলে ঠিক হয়ে যায়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url