হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি জেনে নিন বিস্তারিত
হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি আমরা অনেকেই জানিনা এবং আমরা না জেনেই শুধু হিস্টাসিন নয় অনেক প্রকার ওষুধ সেবন করে থাকি তাই আমাদের উচিত যে কোন প্রকার ওষুধ সেবন বা পূর্বে এর কাজ কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং কিভাবে খাওয়া উচিত এগুলো জেনে বুঝে এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক অবশ্যই খাওয়া উচিত ।
চলুন তাহলে আমরা আজকের আলোচনায় হিস্টাসিন ট্যাবলেট অর্থাৎ এন্টিহিস্টামিন ট্যাবলেট এর কাজ কি ইহা কিভাবে খাওয়া যায় এবং কখন খাওয়া উচিত এবং ইহা খেলে কি কি উপকার পাওয়া যায় এবং ইহf দিনে কয়টা করে খাওয়া যায় সে সম্পর্কে আমরা জেনে নিই ।
ভূমিকা
হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি এটা মানুষ না জেনে বুঝে খায় আজকে আমরা হিষ্টাসিন ট্যাবলেট এর কাজ কি বেশি খেলে কি হয় হিস্টাসিন ট্যাবলেট এর দাম কত সিরাপ খাওয়ার নিয়ম কি ট্যাবলেট খেলে ঘুম বেশি হয় কি না এবং ক্ষতিকর দিকগুলিসম্পর্কে জেনে যাবো।
হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি জেনে নিন বিস্তারিত
হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি এ সম্পর্কে আমরা জানতে গেলে জানতে পারি ইহা মূলত নাক দিয়ে পানি পড়া জল ভরা চোখ লাল হয়ে যাওয়া নাকের মধ্যে চুলকানি হওয়া এবং নাক সুর সুর সহ বিভিন্ন এলার্জির রেনাইটিস রোগের প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ।হিস্টাসিন ট্যাবলেট খেলে প্রথমে আপনাকে বলবো আপনি শুধু হিস্টা সিন কেন যে কোন প্রকার ট্যাবলেট চিকিৎসকের সাথে পরামর্শ করে খাবেন ।তা না হলে আপনি বিপদে পড়তে পারেন উপকারের চাইতে আপনার ক্ষতি হতে পারে বেশি। এটি একটি শক্তিশালী হিস্টামিন ইহা মানুষের দেহের সর্দি জ্বর এবং বিভিন্ন ধরনের এলার্জিজনিত ত্বকের ক্ষতি সাধনে উপকার করে থাকে ।ট্যাবলেট গুলি বিভিন্ন আকারে পাওয়া যায় ।আমরা সামনের আলোচনায় হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি সে বিষয়ে বিস্তারিত ভাবে জানতে পারবো।
হিস্টাসিন ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
সকল প্রকার ওষুধের কিছুপার্শপ্রতিক্রিয়া রয়েছে এই পার্শ্বপ্রতিক্রিয়া থেকে হিস্টাসিন বাদ পড়েনি চলুন তাহলে আমরা জেনে নেই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো ।হিস্টাসিন ট্যাবলেট অতিরিক্ত খেলে ইহাতে চোখে দৃষ্টি ঝাপসা দেখতেপাওয়া যায় হয়ে যেতে পারে ডায়রিয়া কিছু সমস্যা দেখা দিতে পারে আবার কিছু কিছু সময় মুখ শুকিয়ে যেতে পারে আবার বমি বমি ভাব হতে পারে অনেক সময় নিয়মিত হাঁটবিট অনিয়মিত ভাবেবেড়ে যেতে পারে পাকস্থলীতে ব্যথা সৃষ্টি করে থাকে ।
হিস্টাসিন ট্যাবলেট খেলে কি ঘুম হয়
ট্যাবলেট খেলে চোখে ঘুম আসে এমনকি সারাক্ষণ চোখে ঘুম ঘুম ভাব হয়ে থাকে ।তবে ইহা একটি হিন্টাসিন ওষুধ ঘুমের ওষুধ নয় কেউ ঘুমের ওষুধ মনে করে ওষুধ সেবন করবেন না এটা হচ্ছে একটি এ্যানটিহিস্টা মিন ওষুধ যা আপনার শরীরের নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া শরীরে বিভিন্ন এলার্জির উপকার করে থাকে।আপনার যদি ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কোন ভালো চিকিৎসরের সাথে পরামর্শ করে ঘুমানোর সময় যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়াহীন সেগুলো সেবন করতে পারেন। তবে আপনি বুঝতে পেরেছেনএটা ঘুমের ঔষুধ নয়।
হিস্টাসিন ট্যাবলেট বেশি খেলে কি হয়
আজকের এ আলোচনায় আমরা জেনে যাব হিস্টাসিন ট্যাবলেট বেশি খেলে কি হয় হিস্টাসিন ট্যাবলেটসহ যেকোনো ট্যাবলেট হোক না কেন তাদের বিভিন্ন রকম কিছু গুণাগুণ থাকে। হিস্টাসিন ট্যাবলেট ও বেশি খেলে চোখের ঘুম ভাব সৃষ্টি হয় মুখশুকিয়ে যেতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে চোখে ঝাপসা দেখতে হতে পারে বমি বমি ভাব এবং সেই সাথে খাবারের অরুচি হতে পারে অতএব হিস্টাসিন সেবনের আগেই জেনে নিব কি পরিমান ট্যাবলেট আমরা দৈনিক সেবন করতে পারি। হিস্টাসিন ট্যাবলেটই নয় আমরা যতগুলো ঔষুধ সেবন করবো সবগুলো চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করব।
হিস্টাসিন সিরাপ খাওয়ার নিয়ম
ট্যাবলেট মূলত যে কারণে ব্যবহার হয় সেটি হচ্ছে নাক দিয়ে পানি পড়া সেই সাথে বিভিন্ন এলার্জির জন্য ব্যবহার হয়ে থাকে। ব্যবহার করবেন অবশ্যই ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিয়ে ওষুধ খেতে বলবেন ঠিক ওষুধের ঠিক সেভাবেই ।প্রাপ্তবয়স্ক চার মিলিগ্রাম ৪ থেকে ৬ ঘন্টাপরপর সর্বোচ্চ ২৪ মিলিগ্রাম ব্যবহার করতে পারা যেতে পারে। শিশুদের কে দৈনিক ২বার দেওয়া যেতে পারে ।
লেখক এর মন্তব্য
আমার মতে হিস্টাসিন ট্যাবলেট অন্যান্য ওষুধের মত বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে তবে যে কোন ওষুধ সেবনের পূর্বে প্রতিটি মানুষের উচিত ঔষুধ সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়া তারপরে ওষুধ সেবন করা যেমন হিস্টাসিন ট্যাবলেট এর কাজ কি এবং ইহা পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে সেবন করতে হয় এসব বিষয়গুলো জানা প্রয়োজন ।তবে কোন ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারে ঠিক নয়।
আমার আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার আসে শেয়ার করুন বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে পরবর্তী আর্টিকেল পেতে ভিজিট করুন মিলনএ টু জেড ডট কম এবং এতক্ষণ যাবৎ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url