জেনে নিন কোন জেলার লিচু সব চাইতে ভাল



লিচু হচ্ছে একটি মৌসুমী ফল এই ফলটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় একটি ফল। ইহা যেমন দেখতে সুন্দর তেমনই আকর্ষণীয় এবং লোভনীয় ফল ইহা দেখলে সবারই খেতে মন চায় ইহা সকলের পছন্দনীয় ফল। এই লিচু ফলে প্রচুর পরিমাণ ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে। এই ফলটি সকল বয়সের মানুষের যেহেতু পছন্দনীয় এবং রুচিশীল একটি ফল সেহেতু প্রত্যেকের জানা উচিত কোন জেলার লিচুসবচাইতে ভালো তা জেনে নেওয়া দরকার সকলের।
জেনে নিন কোন জেলার লিচু সব চাইতে ভাল

চলুন তাহলে আমরা জেনে নেই কোন জেলার লিচু সবচাইতে ভালো এবং সুস্বাদু আমরা আজকের পোষ্টের মাধ্যমে এটাও জেনে নিই কোন জাতের লিচু সবচাইতে মজাদার এবং পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ।

ভূমিকা

লিচু একটি সুস্বাদু এবং সুমিষ্ট আকর্ষণীয় ও লোভনীয় ফল হওয়ায় সকলের নিকট পরিচিত। এই ফল নিয়ে সকলেই কিছু না কিছু চিন্তাভাবনা এবং গবেষণা করে থাকেন কোথাকার লিচু সবচাইতে ভালো, কোথাকার লিচু সবচাইতে মিষ্টি কোথাকার লিচু সব চাইতে ভালো কোন জেলার লিচু সবচাইতে ভালো এসব বিষয় নিয়ে জানতে পারবেন আজকের আলোচনায় । তাই আর দেরি নয় চলুন আমরা জানতে থাকি কোন জেলার লিচু সবচাইতে ভালো।


জেনে নিন কোন জেলার লিচু সব চাইতে ভাল

বাংলাদেশের প্রায় সকল জেলায় কমবেশি কিছু না কিছু লিচু উৎপাদন হয়ে থাকে। তার মধ্যে দিনাজপুর জেলার লিচু সবচাইতে বিখ্যাত। এই জেলার লিচু বিশেষভাবে  বাংলাদেশে সুনাম অর্জন করেছে। এ জেলার লিচু সুস্বাদু এবং বড় বড় হয়ে থাকে। এই জেলার লিচু যেমন সুস্বাদু মিষ্টি তেমনি দেখতে আকর্ষণীয় হয়ে থাকে। এই জেলার নিচু অন্য জেলার লিচুর চাইতে অনেকখানি দাম বেশি হয়ে থাকে।
যদিও অন্য জেলার লিচুর চাইতে এই জেলার লিচুর দাম একটু বেশি হয়ে থাকে তারপরও এই লিচুর চাহিদা মানুষের নিকট বেশি। প্রতিবছর এই জেলা থেকে লিচু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রপ্তানি ও সরবরাহ করা হয়ে থাকে। ছোট-বড় সকল ব্যবসায়ীরা এই জেলা থেকে লিচু ক্রয় করে অন্য জেলায় নিয়ে গিয়ে বিক্রি করেন। 

আরওপড়ুন:লিচু খাওয়ারউপকারিতাওঅপকারিতা জেনে নিন বিস্তারিত

বাংলাদেশের সব জেলায় যখন লিচু সরবরাহ শেষ হয়ে যায় তারপরও দিনাজপুর জেলার লিচু পায় আরো একমাস যাবত বিভিন্ন ব্যবসায়ীরা সরবরাহ করে থাকেন। তাই এই মধু মাসের মৌসুমে দিনাজপুর জেলার লিচু সকলের নিকট একটু চাহিদা বেশি। এই জেলায় বেদানা বোম্বাই মাদ্রাজি কাঠালি প্রায় সকল জাতির লিচু পাওয়া যায় ।
এই জেলা থেকে বেদানা এবং মজাফফার লিচু বিদেশ ও রপ্তানি হয়ে থাকে। তাই এই জেলায় দিন দিন কৃষকদের লিচু চাষ  বৃদ্ধি পাচ্ছে। এই জেলায় এক একটি গাছে প্রায় ৪০০০ থেকে ৫০০০ লিচু উৎপাদন হয়ে থাকে এবং মধু মাসে কৃষকদের ঘরে ঘরে আনন্দ উৎসব দেখা দেয়। এক কথায় কোন জেলার লিচু সবচাইতে ভালো বলতে গেলে আমরা দিনাজপুর জেলাকে ধরে নিতে পারি।


পৃথিবীর সবচেয়ে ভালো লিচু কোনটি?

পূথিবীতে বিভিন্ন জাতের লিচু আছে কিন্তু মোজাফফর অন্যতম। কারণ মোজাফফরপুরের মোজাফফর লিচু সাহিলিচু রাজকীয় নামেও অনেকের নিকট পরিচিত। বাংলাদেশে বোম্বাই চাইনা মোজাফর লিচু চাষ হয়ে থাকে। ইহা অন্যান্য লিচুর চেয়ে আকারের বড় হয়ে থাকে এবং সাদে ভরা পুষ্টি গুণেও অতুলনীয় তাই সকলের নিকট লিচুর ব্যাপক চাহিদা রয়েছে এবং ইহা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো লিচু। আর ভালো লিচুটাই উৎপাদন হয় দিনাজপুর জেলায়।

লিচু কোন মাটিতে ভালো হয়

লিচু চাষের জন্য উপযোগী মাটি হচ্ছে কিছুটা জৈব পদার্থের সমৃদ্ধ ও সামান্য অম্লিয় মাটি ।এই রকম মাটিতে ভালোভাবে লিচুর গাছ বেড়ে ওঠে তাড়াতাড়ি। এই মাটিতে বেড়ে ওঠা গাছে ফলন খুব ভালো হয়।তখন ফল খুবই সুমিষ্ট ও সুস্বাদু হয় । লিচু উৎপাদনের জন্য হিমমুক্ত ক্রান্তীয় জলবায়ু ও প্রয়োজন এবং উপকারী। কিছু কিছু গবেষকদের মতে যেসব গাছ থেকে লিচুর ভাল ফলন পাওয়া যায় না সেগুলোর কিছু ডাল কেটে দিলে সেসব গাছ গুলো নতুন ভাবে পাতা গজাবে এবং পরবর্তী সময়ে ভালোভাবে লিচু উৎপাদনের জন্য উপযোগী হবে।

লিচু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি

লিচু উৎপাদন সকল জেলায় হয়ে থাকে এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই ভালোভাবে জানিনা কোন জেলা লিচুর উৎপাদনের জন্য সবার শীর্ষে। আজকে আমরা জানতে পারবো লিচু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি চলুন তাহলে জেনে নেই। আমার জানামতে লিচু উৎপাদনের জন্য দিনাজপুর জেলা সবার শীর্ষে ।যতগুলো লিচু উৎপাদন হয় তার মধ্যে বেশির ভাগ দিনাজপুর জেলায়। জেলায় যতগুলো লিচু উৎপন্ন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো বোম্বাই মোজাফফর মাদ্রাজি বেদানা এবং চাইনা জাতে লিচু সবার শীর্ষে।

লিচু গাছের বৈশিষ্ট্য

ইতিপূর্বে আমরা জেনে গেছি কোন জেলার লিচু সবচাইতে ভালো পৃথিবীর সবচাইতে ভালো লিচু কোনটি লিচু কোন মাটিতে ভালো হয় এবং লিচু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি এসব বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে পেরেছি। লিচু যেমন আমাদের অনেক উপকারে আসে নিচুতে যেমন অনেক ভিটামিন পাওয়া যায় এজন্য লিচু মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি ফল।

সকলের কাছেই প্রিয় ফল তাই যে ফল এত প্রিয় সে ফলের গাছ সম্পর্কে আমরা আজ জানব লিচু গাছের বৈশিষ্ট্য। লিচু গাছ একটি লম্বা আকৃতির গাছ এই গাছ থেকে সুমিষ্ট এবং সুস্বাদু রসালো ফল পাওয়া যায় ফলটির বাহিরের আকৃতি অনেকটা লালচে ও গোলাপি বর্ণের সাথে থাকে। লিচুর গাছ ঘন পাতা বিশিষ্ট একটি গাছ এবং এর পাতা মানুষের বিভিন্ন উপকার করে থাকে। 

লিচুর গাছের নিচে প্রচন্ড গরমের সময় অনেকে একটু শান্তির জন্য আশ্রয় নিয়ে থাকে এবং কিছুক্ষণ শান্তিতে বসে থাকার পর সেই অনেকখানি শান্তি পায়। লিচু গাছের বাকল ধূসর এবং কালচে রঙের হয়ে থাকে শাখা গুলো অনেকখানি লালচে বাদামী রঙের হয় পাতাগুলো চির সবুজ হয়ে থাকে লম্বা এবং কচি পাতাগুলো দুই থেকে চার জোড়া হয়ে থাকে। লিচু গাছের কাঠ মানুষের আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয় এবং কিছু অংশ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে অতএব আমরা এই গাছ থেকে অনেক উপকার পেয়ে থাকি।

লিচু কোন মাসে পাক

লিচু প্রথমে মুকুল থেকে ফল হয় এ থেকে লিচু পাকতে প্রায় তিন থেকে চার মাস সময় লাগে। অনেক গবেষক বলেছেন লিচুর মৌসুম সাধারণত ধরা হয় একমাস। মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের প্রায় ১৫ তারিখ পর্যন্ত।। যে সময়ের মধ্যে বিভিন্ন বাহারে লিচুতে ভরে যায় বাংলাদেশের প্রায় সকল জেলার বাজার গুলো। জেলা শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জে ।

এমনকি পাড়া মহালয় এই আকর্ষণীয় লিচু ফল বিক্রি হয়। এই লিচু ফলটি সকলের পছন্দনীয় ফল। যেহেতু ফলটা আমাদের সকলের পছন্দনীয় ফল সেহেতু আমরা ফলটি খাওয়ার পূর্বে অবশ্যই কোন জেলার লিচু সবচাইতে ভালো এ বিষয়ে জেনে নিয়েই আমাদের খাওয়া উচিত।

লেখকের মন্তব্য 

আমার মতে সবার উচিত লিচু খাওয়ার সময় কোন জেলার লিচু সবচাইতে ভালো কোন জাতের লিচু সবচাইতে ভালো সে বিষয়ে সম্পর্কে জানা এবং জানার পরে খাওয়া তাহলে আমরা ভালো ফলটি খেতে পাবো।
 আমার আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন এবং পরবর্তী আর্টিকেল পেতে ভিজিট করুন। ধন্যবাদ এতক্ষণ যাবত সঙ্গে থাকার জন্য।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url