ফেক্সোফেনাডিন কিসের ঔষধ হিসেবে ব্যবহার হয়
ফেক্সোফেনাডিন Fexofenadine কিসের ওষুধ সে সম্পর্কে অনেকে জানেনা।না জেনে অনেকে ফেক্সোফেনাডিন সহ বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকেন। যেকোন ওষুধ সেবন করার আগে ওষুধ সম্পর্কে জেনে খাওয়া উচিত।ফেক্সোফেনাডিন ওষুধ মূলত বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকে গলা ব্যথা চোখ লাল হওয়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ।
চলুন তাহলে আমরা ফেক্সোফেনাডিনওষুধ কিসের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কোন কোন সময় ব্যবহার হয় ফেক্সোফেনাডিন দিনে কয়টা ব্যবহার সে বিষয়ে জেনে নিই নিম্নের আলোচনায়।
ভূমিকা
ফেক্সোফেনাডিন Fexofenadineকিসের ওষুধ এবং কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে ফেক্সোফেনাডিনএর কাজ কি এবং খাওয়ার নিয়ম কি ফেক্সোফেনাডিন১৮০ এর কাজ কি এবং খাওয়ার নিয়ম কিফেক্সোফেনাডিন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি এসব বিষয় নিয়ে বিস্তারিত আজকের আলোচনা।
ফেক্সোফেনাডিন Fexofenadine কিসের ওষুধ হিসেবে ব্যাবহার হয়
ফেক্সোফেনাডিন Fexofenadine মূলত ইহাএকটি আ্যানটিহিস্টামিন ওষুধ যা বিভিন্ন ধরনের এলার্জির জন্য ব্যবহার হয়ে থাকে যেমন হাচিপড়া চুলকানি নাক এবং চোখ দিয়ে পানিঝরা চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। মানুষের সর্দি এবং জ্বরের সময় কাশিতে ফেক্সোফেনাডিন Fexofenadine ওষুধ ব্যবহার হয়। শরীরের এলার্জির জন্য দায়ী হিস্টামিন নামক শরীরের রাসায়নিক পদার্থের বন্ধ করতে সাহায্য করে ।
ফেক্সোফেনাডিন Fexofenadine গ্রহণ করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার ডাক্তার এর সাথে পরামর্শ করে গ্রহণ করতে হবে। শুধু ফেক্সোফেনাডিন Fexofenadine নয় যতগুলো ওষুধ আছে সেবন করবেন সবগুলো আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ফেক্সোফেনাডিন Fexofenadine গ্রহণ করার ফলে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
যেমন মাথা ঘোরা বমি বমি ভাব পেট খারাপ চোখে ঝাপসা দেখা ফুসফুস সমস্যা ইত্যাদি ওষুধটি কিসের ওষুধ হিসাবে ব্যবহার করবেন এবং কিভাবে গ্রহণ করবেন কয়টা গ্রহণ করবেন সে বিষয়ে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ করে গ্রহণ করবেন ।১২ থেকে ১৪ ঘন্টার সময়কালের জন্য স্থায়ী হয় ।তাহলে আমরা এ আলোচনায় জানতে পারলাম ফেক্সোফেনাডিন Fexofenadine থাকে ।আমরা ফেক্সোফেনাডিন Fexofenadine কিসের ওষুধ সে বিষয়ে আরো জানতে পারবো সামনের আলোচনা গুলোতে ।
ফেক্সোফেনাডিন ১২০ কিসের ঔষধ
ফেক্সোফেনাডিন ঠান্ডা জনিত গলা ব্যথা খিটখিটে চোখ নাচ দিয়ে পানি পড়া ত্বকের সমস্যা এবং বিভিন্ন সমস্যার জন্য ওকে ব্যবহার করা হয়ে থাকে। ফেক্সোফেনাডিনএলার্জির উপসর্গ যেমন চুলকানি হাঁচি এবংনাক জলা গলা ব্যথা করা ইত্যাদি উপসর্গগুলোতে ফেক্সোফেনাডিন১২০ব্যবহার হয়ে থাকে ।থেকে ১২ বছর বা তার বেশি শিশুদের মধ্যে মৌসুমী এবং এলার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলোর মধ্যে চুলকানি চোখ লাল হওয়া নাক দিয়ে পানিঝরা ।
গলা ব্যথা করা জীবনযাত্রার মান এবং কাজ উৎপাদনশীলতা উন্নত করে । একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য ১২০ ট্যাবলেট দৈনিক রাত্রে একবার ব্যবহার হয়ে থাকে।১২ বছরের বেশি বয়সে শিশুদের জন্য ট্যাবলেট দৈনিক একবার ব্যবহার হয়ে থাকে ।৬ থেকে ১১ বছর বয়সে শিশুদের জন্য ৬০ মিলিগ্রাম একবার ব্যবহারে থাকে এবং ২ থেকে ১১ বছর জন্য ৩০ মিলিগ্রাম দৈনিক এক থেকে দুইবার ব্যবহার হয়ে থাকে । তবে ফেক্সোফেনাডিন১২০হোক কিংবা অন্য কোন ওষুধ হোক অবশ্যই ইহা একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধ সেবন করতে হবে। তা না হলে আপনি বিপদে পড়তে পারেন।
ফেক্সোফেনাডিন এর পার্শ্বপ্রতিক্রিয়া
মাথা ব্যথা কোমর ব্যথা তারপরে হচ্ছে চোখের সমস্যা হওয়া তন্দ্রাছন্নতাও অনিদ্রা জ্বর ক্লান্তি মধ্যকণের সমস্যা ইত্যাদি সমস্যা হয়ে থাকে ।এ ছাড়া বমি বমি ভাব ইত্যাদি হতে পারে ফেক্সোফেনাডিন সহ যেকোন প্রকার ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে উচিত এবং আপনার ডাক্তার যেভাবে আপনাকে ওষুধ খাওয়ার পরামর্শ অথবা নির্দেশ দিবেন সে অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে তা না হলে আপনার সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে।
এলার্জির জন্য যদি আপনি ওষুধটি সেবন করে থাকেন তাহলেকোন কোন সময় দেখা যায় বড় এলার্জির মত লক্ষণগুলো চরম মাথা ব্যথা যেমন বড় বড় ফুসকুড়ি চুলকানি ফুলে যাওয়া ইত্যাদি এ সমস্ত সমস্যা গুলি যদি আপনার ওষুধ সেবন করার পর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন ।যদি আপনার কিডনি রোগের সমস্যা থাকে থাকে তাহলে আপনি আপনার ডাক্তারকে বলুন আপনার কিডনি রোগের সমস্যা আছে সেহেতু আপনার ডাক্তার আপনার চিকিৎসা নিবেন ।গর্ভ অবস্থায় যদি আপনি ওষুধটি সেবন করতে চান তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটি অবশ্যই সেবন করবেন আর এতে করে আপনার এবং আপনার পেটের সন্তানের দুজনেরই ঝুঁকি কমবে ।
ফেক্সোফেনাডিন ১৮০ এর কাজ কি
ফেক্সোফেনাডিন ১৮০ হাঁচি কাশি চোখ লাল হয়ে যাওয়া শরীরে চুলকানি চোখ নাখ দিয়ে পানি ঝরা বিভিন্ন এলার্জি ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে ইহা দৈনিক রাত্রে একটি ওষুধ সেবন করার জন্য ডাক্তারগণপরামর্শ দিয়ে থাকেন ইহা যদি ব্যবহারের প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন ।
ফেক্সোফেনাডিন ১৮০ খাওয়ার নিয়ম
ওষুধটি খাওয়ার পূর্বে এবং খাওয়ার সময় কিছু নির্দেশিকা পালন করে অবশ্য ওষুধটি সেবন করতে হবে ।অন্য কোন অন্য ওষুধের সাথে ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে এবং খাওয়ার সময় হলে রস পান করা থেকে এন্টি অক্সিডেন্ট গুলি এরানো থেকে বিরতথাকতে হবে আপনি যদি কখনো এই ওষুধের ডোজ মিস করেন তাহলে আপনাকে অপরিমিত ওষুধ মাত্রা গ্রহণ থেকে বিরত থাকতে হবে । ইহা প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক রাত্রে একবার গ্রহণ করা যেতে পারে।
লেখক এর মন্তব্য
আমার মতেফেক্সোফেনাডিন গ্রহণ করার পূর্বে ফেক্সোফেনাডিন কিসের ওষুধ এবং কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে ইহা গ্রহনে পার্শ্বপ্রতিক্রিয়া কি ইহার উপকারিতা কি কি এবং থেকে বিরত থাকতে হয় সেসব বিষয়গুলি জেনে শুনে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে যে কোন প্রকার ওষুধ সেবন কিংবা গ্রহণ করতে হবে তাহলে আপনার সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে এবং পরবর্তী জীবনযাপন করা আপনার জন্য মঙ্গল হবে।
পরিশেষে একটি কথা বলব আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন এবং পরবর্তী আর্টিকেল পড়তে ভিজিট করুন মিলন এ টু জেড ডট কম এ ।এতক্ষণ যাবত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url