গুগল সার্চ কনসোল কি
গুগল সার্চ কনসল হচ্ছে গুগলের একটি ফ্রি টুল। গুগল এই টুল ব্যবহার করে সার্চ পেজে ওয়েবসাইট আর্টিকেল কিভাবে শো করবে তা নির্ধারণ করে ওয়েবসাইটের অবস্থা পর্যালোচনা এবং সার্চ ইঞ্জিনে সাইট কি অবস্থায় আছে তা জানার জন্য এই টুলের কোন বিকল্প নেই। গুগল সার্চ কনসল ভিজিটর সম্পর্কে প্রচুর তথ্য দেয় কত লোক আপনার সাইটে ভিজিট করছে এবং কিভাবে তারা এটি খুঁজে বের করছে গুগল সার্চ কনসল আপনাকে এর পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সাহায্য করে। এক কথায় এটি হচ্ছে এমন একটি ফ্রি সেবা একজন ওয়েবসাইটের মালিক কে অর্থাৎ ডেভলপার বা কোন এসিও এক্সপার্টকে বুঝতে শেখায় যে তাদের ওয়েবসাইট গুগলে কেমন পারফরম্যান্স করছে। এটি আপনাকে ওয়েবসাইটের সমস্যা গুলো খুজে বের করতে এবং তা সংশোধন করতে সাহায্য করে পাশাপাশি ওয়েবসাএনালাইটিক্সইটের সাইট ম্যাপ জমা দিতে পারে এবং একটি রোবট টেস্ট ফাইল তৈরি এবং চেক করতে পারে। মোবাইল ডিভাইস বা ডেক্সটপ কম্পিউটারে আরো বেশী লোক আপনার সাইটে ভিজিট করছে কিনা এবং আপনার সাইটের কোন পেজগুলো সর্বাধিক জনপ্রিয় তা আপনি এই ফ্রি টুলের মাধ্যমে পরীক্ষা করতে পারেন।
গুগল এনালাইটিক্স
এনালাইটিক্স মানে হচ্ছে বিশ্লেষণ। কোন কিছু বিশ্লেষণ করা।আর গুগল এনালাইটিক্স মানে হচ্ছে একটি ওয়েব সাইটের দৈনিক সাপ্তাহিক মাসিক এবং বাস্তরিক রিপোর্ট তৈরি করা এবং বিভিন্ন তথ্য প্রদান করতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url