দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায়
দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায় প্যরাসিটামল বেশি খেলে কি হয় এটা একই সাথে কয়টা খাওয়া যেতে পারে আবার কখন সেবন করা উচিত আবার কখন সেবন করা উচিত নয় খালী পেটে সেবন করা যাবে কি সেবন করা যাবেনা প্যারাসিটামল ৬৫০এর কাজ কি প্যরাসিটামল ৫০০ এর কাজ কি এ সব বিষয় নিয়ে আলোচনা ।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পোষ্টের মাধ্যমে আমরা প্যারসিটামল সেবনে কি কি উপকার পায় এবং অতিরিক্ত সেবনে কি ক্ষতি হতে পারে । আবার দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায় ।
ভূমিকা
দিনে কয়টা প্যরাসিটামল খাওয়া যায় বেশি খেলে কি হয় একই সাথে কয়টি খাওয়া যায় এবংখাওয়ার নিয়ম প্যারাসিটামল ৬৫০এর কাজ কি প্যরাসিটামল ৫০০ এর কাজ কি এ গুলো নিয়েই আজকের আটিকেল লিখা।
দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায়
আপনার শরীরে যেকোন প্রকার ব্যাথার জন্য দিনে ৪ (চারবার ) প্যারাসিটামল গ্রহন করতে পারেন ।তবে সেটা পানি দারা সেবন করতে হবে । যদি শরীরে ভাইরাস জ্বর হয় এবং শরীরের পেশিগুলোতে প্রচন্ড ব্যাথা অনুভব হয় যেমন নাক দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া গলাব্যাথা করা হাচি কাশি হওয়া তখন শরীরে জ্বর ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট হতে পারে ।
তখন সে ক্ষেত্রে অনেক চিকিৎসক একসাথে ২ টি করে দিনে ৪ বার মোট ৮টি প্যারাসিটামল গ্রহন করার পরামরশ দিয়ে থাকেন । যেটা ৮ ঘন্টা পর পর সেবন করা যেতে পারে ।আমরা জানতে পারলাম দিনে কয়টা প্যরাসিটামল খাওয়া যায় ।প্যারাসিটামল বেশি খেলে কি হয়
প্যারাসিটামল সারা বিশ্বে ব্যথার জন্য এবংজ্বর এর জন্য প্রচুর ব্যবহার হয়ে থাকে । যে সব রুগীর উচ্চ রক্ত চাপের সমস্যা থাকে তারা যদি দীঘ দিন যাবৎ প্যারাসিটামল গ্রহন করেন তাদের হাট অ্যাটাক ও স্ট্রোক এর ঝুকি বেশি রয়েছে । প্যারাসিটামল জ্বর এবং মাথা ব্যাথার জন্য পরিমান মত সেবন করা যেতে পারে এটা বেশির ভাগ গবেষকরাই বলেছেন । দিনে কয়টা প্যরাসিটামল খাওয়া যায় জানা দরকার।
এটা গ্রহন এর ফলে স্বাস্থ্য ঝুকির বিষয় গুলো চিন্তা করা দরকার চিকিৎসকদের গবেষকরা এটাও বলেছেন । জ্বর ,মাথা ব্যাথা ইত্যাদি সমস্যার জন্য চিকিৎসক এর কাছে যাওয়ার আগেই অনেকেই প্যারাসিটামল ট্যবলেট গ্রহন করে থাকে া কিন্ত এটা একেবারেই ঠিক নয় । এটা আপনার জন্য বিপদ জনক হতে পারে । অনেকেই আবার সঠিক ভাবে ওষুধ সেবন করেন না ফলে তারা ওভার ডোজ ওষধ খেয়ে ফেলেন এ ক্ষেত্রে আর ও বিপদে পড়েন ।
প্যরাসিটামল বেশি খেলে কি হয় প্রথমে বমি বমি ভাব তার পর বুকে ব্যথা মুখ ফ্যাকাসে হয়ে যেতে পারে কিডনির সমস্যা হতে পারে চোখে ঝাপসা দেখার সমস্যা হতে পারে । শরীরে সুগার ঘাটতি হতে পারে ।প্যারাসিটামল বেশি সেবনের ফলে বদহজম হতে পারে। সেই সাথে কোষ্টকাঠিন্ন্য দেখা দিতে পারে ।প্যারাসিটামল বেশি সেবনের ফলে আপনার কমে যেতে পারে হাট বিট আবার বেড়ে ও যেতে পারে ।
অবশ্যই প্যরাসিটামল সেবনের আগে আপনাকে একজন ভাল চিকিৎসকের পরামরশে সেবন করতে হবে । সঠিক নিয়োম পালন করে সেবন করতে হবে যাতে অতিরিক্ত না হয় এবং ওভার ডোজ সেটাও খেয়াল রাখতে হবে দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায় ।
প্যারাসিটামল খাওয়ার নিয়ম
প্যারাসিটামল জ্বর সহ মাথা ব্যাথার জন্য ৫০০ এম জি ৮ ঘন্টা পর অথবা ৬ঘন্টা পর পর ২ টি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে । চিকিৎসক এর মতে এর অতিক্রম করা যাবেনা । যখন এটার অতিক্রম হবে তখন এটা হবে ওভার ডোজ । প্যারাসিটামল ট্যাবলেট একটি ডোজের ৪ ঘন্টা পর পরবতী ডোজ নেওয়া যেতে পারে । আমরা আগেই জেনেছি দিনে কয়টা প্যারাসিটমিল খাওয় যায় ।
বেশি প্যারাসিটামল ট্যাবলেট গ্রহন করার ফলে শরীরের মারাক্তক ক্ষতি হতে পারে ।তাই অসহনীয় জ্বর কিংবা ব্যাথা হলেও চিকিৎসক দের উল্লেখ করা ডোজের বাইরে প্যারাসিটামল খাওয়া মোটেই উচিৎ হবেনা ।যদি আপনাকে প্যারাসিটামল নিয়মিত সেবন করতে হয় আর এটা যদি কখনো ভুলে যান তাহলে যখনই মনে পরবে তখনই ভুলে যাওয়া ডোজটি সেবন করবেন ।
তবে সেটা যদি এমন সময় মনে পড়ে যে পরের ডোজের সময় হয়ে গেছে তাহলে আর সেটা সেবন করব না কারন আমরা জানি দিনে কয়টা প্যরাসিটামল খাওয়া যায় ।
প্যারাসিটামল 650 এর কাজ কি
এটি জ্বরের চিকিৎসার জন্য ব্যবহার হয় এটি মাথাব্যথা এবং দাঁত ব্যথা উপশম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তীব্র মাথাব্যথা অর্থাৎ মাইগ্রেন উপশম করার জন্য ব্যবহার করা হয় গর্ব অবস্থায় এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় নিরাপদ এটি ব্যবহারে যদি আপনি এলার্জি অনুভব করেন তাহলে আপনাকে এটি গ্রহণ করা বাদ দিতে হবে। কোন এলার্জির রোগী কিংবা লিভারের রোগী কিডনি রোগীকে ৬৫০ প্যারাসিটামল সেবন করতে দেওয়া হয় না।
কিছু ক্ষতিকর দিক রয়েছে যেগুলো হচ্ছে ডায়রিয়া পেট ব্যথা বমি বমি ভাব ইত্যাদি প্যারাসিটামল ৬৫০ গ্রহণের ফলে শরীরের লাল দাগ চুলকানি ইত্যাদি দেখা দিতে পারে। প্যারাসিটামল জ্বর মাথা ব্যথা ইত্যাদিতে ব্যবহার করে থাকে। এটি কম পয়সার ওষুধ এবং অল্প সময়ে ফালদায়ক ।আমার মনে হয় এটি প্রায় কম বেশি সকলেরই বাড়ীতে থাকে ।
কিছু কিছু হালকা অপারেশনের পর ব্যথা কমানোর জন্য এটা দেওয়া হয় ব্যথা দূর করতে এর জরি মেলা ভার । অন্যান্য পেন কিলার এর চেয়ে এটা নিরাপদ । যদি আপনি ৬৫০ গ্রাম করে খান তবে সেটা যেন দৈনিক 3000 গ্রামের উপরে না হয় । রোগীকে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দেওয়া ভালো মনে করেন চিকিৎসকরা ।অতএব এটা চিকিৎসকদের পরামশ মোতাবেক গ্রহন করাই সবচেয়ে ভাল ।
প্যারাসিটামল 500 এর কাজ কি
প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট একটি হালকা বেদনা নাশক বিভাগের অধীনে পড়ে ।এটি সাধারণত হালকা জ্বরকে কমানোর জন্য ব্যবহার করা হয় পেট ব্যথা আর্থ্রাইটিস দাঁত ও মাথা ব্যথা করার জন্য এটি অনেক অংশে ব্যবহার হয় এটি একটি ট্যাবলেট যা মুখে দিয়ে গ্রহণ করতে হয়। প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট অস্ত্রোপচার পরবর্তী ব্যাবহার হয় । দিনে কয়টা প্যরাসিটামল খাওয়া যায় সেটাও আমরা জানি ।
প্রসাবের ব্যথা পদাজনিত ব্যাথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যাথায় কার্যকরী প্যারাসিটামল প্রাথমিকভাবে কাজ করে বলে মনে করা হয় ।এটি অল্প মূল্যে ওষুধ এবং খুব দ্রুত গতিতে কাজ করতে পারে । প্রাপ্তবয়স্ক লোক এক থেকে ছয় ঘন্টা পর দিনে সর্বোচ্চ গ্রহণ করতে পারে ৮ টি ট্যাবলেট ।প্যারাসিটামল ৫০০ এমজি ট্যাবলেট গভ অবস্থায় ব্যবহার করার কারণে কোন খারাপ প্রভাব দেখা যায়নি তবে গর্ব অবস্থায় গ্রহণ করতে পারে চিকিৎসক এর পরামর্শ মোতাবেক ।
খালি পেটে নাপা খেলে কি হয়
খালি পেটে নাপা ট্যাবলেট খাওয়া যাবে না এবং এ ধরনের ট্যাবলেট খালি পেটে খেলে অনেক বড় বিপদ হতে পারে। প্রায় সকল প্রকার ওষুধ কিছু না কিছু খেয়ে তারপর খেতে হবে যদি এধরনের ওষুধ খালি পেটে খান তাহলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। চিকিৎসকরা নির্দেশ দেন গ্যাসের ওষুধ ছাড়া খালি পেটে প্রায় সকল ওষুধ খাওয়ায় নিষেধ।
আমাদের সকলের জানা ছোটখাটো অসুখ একসময় বড় অসুখের পরিণত হয় এজন্য ছোট ছোট বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে সেটা যদি হয় ওষুধ তাহলে তো কোন কথা নেই কারণ কোন ওষুধ কখনো খেতে হয় কিভাবে খেতে হয় খাওয়ার আগে না পরে সে সমস্ত সকল বিষয়ে আমাদের হয়তো অনেকে জানা থাকে না সেজন্য মূলত মানুষ অনেক সময় ছোটখাটো ভুল করে থাকে । এটা বড় ভুল করে ফেলা হয় ।
আপনি যেকোন ওষুধে খান না কেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন এবং কোন প্রকার ওষুধ খালি পেটে একেবারে খাওয়া ঠিক না যদি চিকিৎসক আপনাকে খালি পেটে কোন ওষুধ খেতে বলে তাহলে আপনি অবশ্যই সে ওষুধটি খালি পেটে খাবেন চিকিৎসা করা খালি পেটে ওষুধ না খেতে বলে তাহলে আপনি কখনো খালি পেটে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না । দিন কয়টা প্যরাসিটামল খাওয়া যায় সেটা জানার পরেই খাবেন ।
এতে করে আপনি অনেক বড় বিপদে পড়বেন এবং আপনার ফ্যামিলি অনেক বড় বিপদে পড়তে পারে আপনার জন্য ।তাই দেরি নয় সময় থাকতে সতর্ক হোন আপনি নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন ।
লেখকের মন্তব্য
আমর মতে প্যারাসিটামল ট্যাবলেট সহ যত গুলো ওষুধ সেবন করি বা ভবিষ্যতে সেবন করব চিকিৎসক এর পরামশ মোতাবেক সেবন করাই ভাল ।দিনে কয়টা প্যারাসিটামল খাওয়া যায় তার ধারনা থাকা প্রত্যেকেরই দরকার ।
পরিশেষে বলতে চাই আমার এ ছোট আটিকেল টি যদি আপনাদের ভাল লেগে থাকে বা সামান্য উপকারে আসে তাহলে আপনাদের বন্ধ বান্ধব আত্বীয় স্বজন দের মাঝে শেয়ার করুন এবং পরবতী আটিকেল পেতে সঙ্গে থাকুন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url